
বলিউডের সুপারস্টার রণবীর সিং এর নতুন ছবি ‘ধুরন্ধর’ ঘিরে জল্পনা তুঙ্গে। আজ ১৮ নভেম্বর ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তির দিন ধার্য হয়েছে। কিন্তু তার আগেই ছবিটির দৈর্ঘ্য নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে এলো। জানা গেছে, পরিচালক আদিত্য ধরের এই ছবিটি রণবীর সিং এর কেরিয়ারের দীর্ঘতম সিনেমা হতে চলেছে।
তিন ঘণ্টার গন্ডি পেরোচ্ছে ‘ধুরন্ধর’। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্রের তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’ এর ফাইনাল রান টাইম তিন ঘণ্টার মাইলফলক অতিক্রম করে যেতে পারে। বর্তমানে ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫ মিনিটের আশেপাশে রয়েছে। গল্পটিকে সম্পূর্ণতা দিতে এবং কাহিনীর গভীরতা বজায় রাখতেই পরিচালক এই দীর্ঘ সময়টিকে বেছে নিয়েছেন।
সূত্রটি জানায়, এই ছবির কাহিনী বিশাল এবং বিস্তৃত। রণবীর সিং এর চরিত্র এবং তার জটিল যাত্রার উপর মূল ফোকাস থাকলেও, পার্শ্বচরিত্র গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালক আদিত্য ধর অত্যন্ত সজাগ ছিলেন, তিনি গল্পের একটি অংশও তাড়াহুড়ো করে শেষ করতে চান না। প্রতিটি দৃশ্য যেন দর্শকদের মুগ্ধ করে সেটাই তার লক্ষ্য। যদি এই খবর নিশ্চিত হয় এবং ছবিটি ১৮৫ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের হয় তবে এটি রণবীরের আগের সব ছবির রেকর্ড ভেঙে দেবে।
এর আগে রণবীরের দীর্ঘতম ছবি ছিল ‘দিল ধড়কনে দো’ (২০১৫), যা ছিল ২ ঘণ্টা ৫১ মিনিটের। রণবীর সিং ছাড়াও ছবিতে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন এর মতো তারকাদের দেখা যাবে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না বাদে দলের বাকি সদস্যরা উপস্থিত থাকবেন। আগামী ১০ দিনের মধ্যেই ছবির চূড়ান্ত দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
মন্তব্য করুন