রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

আবারও ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম আবারও মঞ্চ মাতাতে আসছেন ঢাকায়। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে গায়কের বহুল প্রত্যাশিত ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে, যেখানে লাখো ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে।

মেইন স্টেজের ফেসবুক পেজে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে। আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, যা অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে টিকিটের বিভিন্ন ক্যাটাগরিও রাখা হবে।

আতিফ আসলাম বরাবরই বাংলাদেশি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার অগণিত ভক্ত রইয়েছে। আতিফ আসলাম গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন। তার জনপ্রিয় সব গান দিয়ে ভক্তদেড় মাতিয়ে রেখেছিলেন এই গায়ক। আতিফ ভক্তদেড় অনেকেই ফেসবুকে প্রিয় গায়কের বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!