রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বক্স অফিসে ‘নাউ ইউ সি মি’ এর দাপট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
নাউ ইউ সি মি থ্রি
নাউ ইউ সি মি থ্রি

দীর্ঘ বিরতির পর ফিরে এসেও জাদু দেখাতে সফল হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাউ ইউ সি মি’ এর তৃতীয় কিস্তি। সপ্তাহান্তে ‘নাউ ইউ সি মি: নাউ ইউ ডোন্ট’ ছবিটি বক্স অফিসে দারুণ পারফর্ম করে প্রথম স্থান দখল করেছে।

ইতিমধ্যে ২১.৩ মিলিয়ন ডলার আয় করে ছবিটি গ্লেন পাওয়েল অভিনীত বিগ-বাজেট অ্যাকশন থ্রিলার ‘দ্য রানিং ম্যান’ এবং গত সপ্তাহের আলোচিত ছবি ‘প্রেডেটর: ব্যাডল্যান্ডস’ এর দ্বিতীয় উইকেন্ডের কালেকশনকে পেছনে ফেলেছে।

২০১৬ সালের পর এই সিরিজের কোনো নতুন ছবি মুক্তি পায়নি। সেই হিসেবে, সপ্তাহান্তে ২১.৩ মিলিয়ন ডলার আয় করাটা বেশ ভালো ফলাফল বলেই মনে করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেই ছবিটি বড় সাফল্য পেয়েছে। বিশ্বের ৬৪টি আন্তর্জাতিক অঞ্চল থেকে ছবিটি সপ্তাহান্তে আয় ৫৪.২ মিলিয়ন ডলার। ফলে, বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৫.৫ মিলিয়ন ডলার।

মার্কেটপ্লেস ট্রেন্ডস এর প্রধান পল ডেরগারাবেডিয়ান বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজিটির বাজার এখনও টিকে আছে। আন্তর্জাতিক দর্শক সত্যিই ছবিটির জন্য দারুন সাড়া দিয়েছেন’।

৯০ মিলিয়ন বাজেটের এই জাদুকরী অ্যাডভেঞ্চার ছবিটির প্রযোজনা সংস্থা লায়ন্সগেট এর জন্য এটি একটি সুসংবাদ। কারণ, সম্প্রতি ‘বলারিনা’ এবং ‘গুড ফরচুন’ এর মতো কয়েকটি ছবি সেভাবে সাফল্য পায়নি। পরিচালক রুবেন ফ্লেশার পরিচালিত এই ছবিতে জেসি আইজেনবার্গ, উডি হ্যারেলসন, ইসলা ফিশার এবং ডেভ ফ্রাঙ্কো সহ প্রথম ফ্র্যাঞ্চাইজির তারকারা ফিরে এসেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!