
চলচ্চিত্র নিয়েই শাকিব খানের যত ব্যস্ততা। কালেভদ্রে করেন বিজ্ঞাপনচিত্র। নির্মাতা আদনান আল রাজীবের দুটি বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। ২০১৯ সালে একটি ওরস্যালাইনের বিজ্ঞাপনচিত্রে স্বভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
একই বছর একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের প্রচারেও হাজির হন তিনি। ফের আদনানের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন শাকিব। এবার একটি প্রসাধনী পণ্যের প্রচারে দেখা যাবে পর্দার ‘তুফান’কে।
জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে শুটিং। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষে এবার চলছে তার প্রচারের প্রস্তুতি। খুব শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারে আসবে। বিশ্বস্ত সূত্র বলছে, রিমার্ক হারল্যান থেকে নিজের নাম সরিয়ে নেয়ার পর এখন থেকে বিভিন্ন কোম্পানির কোলাবোরেশনে টিভিসি, ফটোশুট অথবা বিজ্ঞাপন প্রচারণায় নিয়মিত দেখা যাবে এ তারকাকে।
বর্তমানে নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। শাকিব ছাড়া সিনেমায় আরও রয়েছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
মন্তব্য করুন