রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সমালোচনার মুখে রাম চরণের স্ত্রী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

দক্ষিণী অভিনেতা রাম চরণের স্ত্রী ও অ্যাপোলো লাইফের ভাইস চেয়ারপারসন উপাসনা কামিনেনী সম্প্রতি তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সেখানে গিয়ে তিনি তরুণ প্রজন্মের মেয়েদের বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানান! আর তারপর থেকেই সমাজমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা।

উপাসনা নাকি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না, দাবি নেটপাড়ার একাংশের। সভায় বসে উপাসনা প্রশ্ন করেন, কারা কারা বিয়ে করতে চান? তারকা পত্নী বলেন, ‘‘আমি দেখলাম ঘরে উপস্থিত মেয়েদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা বেশি। অর্থাৎ, দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ।’’

সেই প্রসঙ্গে উপাসনা বলেন, ‘‘মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।’’ উপাসনার যুক্তি, এই নিরপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে? কোন সময় সন্তানের জন্ম দিতে হবে? এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবেন না বলেই দাবি উপাসনার। তারকাপত্নীর এই কথায় অবশ্য সমাজমাধ্যমের একটা বড় অংশ সমালোচনায় মেতেছে। অনেকেরই দাবি, উপাসনা এখানে এক বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মতো কথা বলছেন।

কেউ কেউ উপাসনার ব্যক্তিগত জীবন টেনে এনেছেন। তাদের মতে, ‘‘নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?’’ যদিও সমাজমাধ্যমে এমন সমালোচনা নিয়ে এখনও মুখ খোলেননি উপাসনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!