
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী অল্ট-মেটাল ব্যান্ড স্লিপনট তাদের গানের ক্যাটালগের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি করে দিয়েছে হারবারভিউ ইক্যুইটি পার্টনার্স কে। ব্যান্ডটির প্রায় ৩০ বছরের সঙ্গীত জীবনের রয়্যালটি ও প্রকাশনার স্বত্বে এবার হারবারভিউ-এর অংশীদারিত্ব তৈরি হলো। দীর্ঘদিন ধরেই এই চুক্তি নিয়ে গুঞ্জন চলছিল। যদিও চুক্তির আর্থিক মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে জানা যাচ্ছে এর মূল্য প্রায় ১২০ মিলিয়ন ডলার হতে পারে।
ব্যান্ডের সদস্য এম. শন ‘ক্লাউন’ ক্রাহান এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘২৫ বছর ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে লড়াই করার পর, আমরা এমন একজন পার্টনার পেলাম যিনি স্লিপনট যা শুরু করেছিল তা এগিয়ে নিয়ে যেতে চান। এমনকি তারা আরও বড় কিছু করতে প্রস্তুত। প্রস্তুত হন’। স্লিপনট তাদের প্রজন্মের অন্যতম প্রভাবশালী মেটাল ব্যান্ড। তাদের অ্যালবামগুলোর মধ্যে ১১টি গোল্ড এবং প্ল্যাটিনাম রেকর্ড রয়েছে। তাদের প্রথম অ্যালবামের পর থেকে পরবর্তী ছয়টি অ্যালবামের প্রতিটিই বিলবোর্ড চার্টের সেরা তিনে স্থান করে নিয়েছে।
ব্যান্ডটি এ পর্যন্ত ১১টি গ্র্যামি মনোনয়ন পেয়েছে এবং ২০০৬ সালে ‘বিফোর আই ফরগেট’ গানের জন্য ‘বেস্ট মেটাল পারফরম্যান্স’ এর পুরস্কার জিতেছিল। স্পটিফাই-তে তাদের মাসিক শ্রোতা সংখ্যা প্রায় দেড় কোটি (১৫ মিলিয়ন)।
হারবারভিউ ইক্যুইটি পার্টনার্সের সিইও শেরেসে ক্লার্ক বলেন, স্লিপনটের ক্যাটালগ তাদের প্রভাব ও আবেগের সাক্ষ্য বহন করে। এই চুক্তি তাদের সঙ্গীতকে আগামী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। উল্লেখ্য, হারবারভিউ সম্প্রতি কেলি ক্লার্কসনসহ আরও কয়েকজন সঙ্গীত তারকার ক্যাটালগের অংশ কিনে নিয়েছে।
মন্তব্য করুন