রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

প্রযোজকের খাতায় নাম লেখালেন পঙ্কজ ত্রিপাঠী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
পঙ্কজ ত্রিপাঠী
পঙ্কজ ত্রিপাঠী

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এবার প্রযোজকের নতুন ভূমিকায়। তাঁর প্রথম প্রযোজনা সংস্থা ‘জেএআর পিকচার্স’ নিয়ে আসছে সিরিজ ‘পারফেক্ট ফ্যামিলি’। এই সিরিজটি কেবল তাঁর নতুন উদ্যোগই নয়, এটি ভারতের ডিজিটাল বিনোদন জগতে এক নতুন মডেলের সূচনা করতে চলেছে।

‘পারফেক্ট ফ্যামিলি’ হতে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে স্ট্রাকচার্ড পে ওয়ালের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ভারতের প্রথম দীর্ঘ-ফরমেট সিরিজ। গতানুগতিক ওটিটি প্ল্যাটফর্ম বা প্রেক্ষাগৃহে মুক্তির পথ ছেড়ে এই সিরিজটি সরাসরি ইউটিউবের বৃহৎ দর্শকদের কাছে পৌঁছাতে চাইছে।

পারিবারিক ড্রামেডি ঘরানার এই সিরিজটি আগামী ২৭ নভেম্বর, ২০২৫ থেকে ‘জেএআর পিকচার্স’ এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হতে চলেছে। মোট আটটি এপিসোডের এই সিরিজের প্রথম দুটি পর্ব দর্শকরা বিনামূল্যে দেখতে পাবেন। তবে, তৃতীয় পর্ব থেকে বাকি ছয়টি পর্ব দেখতে হলে দর্শকদের এককালীন মাত্র ৫৯ টাকা পরিশোধ করতে হবে। এই ‘পে মডেল’টির লক্ষ্য বিশ্বব্যাপী কোটি কোটি ইউটিউব ব্যবহারকারীর কাছে সরাসরি প্রিমিয়াম কনটেন্ট পৌঁছে দেওয়া।

নতুন ভূমিকায় আসা প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘গল্পের মতোই আমাদের এই সাহসী বিতরণ পথটিও আমার হৃদয়ের খুব কাছে। ইউটিউব আজ দীর্ঘ-ফরমেট কনটেন্টের জন্য শক্তিশালী স্থান। প্রথাগত পথ ছেড়ে এই মডেলে প্রথম সিরিজ প্রযোজনা করাটা ছিল সতেজ এবং অপরিহার্য’।

‘পারফেক্ট ফ্যামিলি’ সিরিজটি পরিচালনা করেছেন শচীন পাঠক। এতে ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোতে থেরাপি বা কাউন্সেলিং নিয়ে যে সামাজিক কুসংস্কার ও অস্বস্তি রয়েছে, তাকেই হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পরিবারের ছোট মেয়ের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সবাই গ্রুপ থেরাপিতে যেতে বাধ্য হয়, তখন থেকেই শুরু হয় যত মজার কান্ড।

সিরিজে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান অভিনেতা, যার মধ্যে রয়েছেন গুলশান দেবাইয়া, নেহা ধুপিয়া, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, গিরিজা ওক প্রমুখ। এই সিরিজটি একটি নতুন দিক খুলে দিতে পারে, যা ভবিষ্যতে ভারতের কনটেন্ট নির্মাতাদের ওটিটি নির্ভরতা কমিয়ে সরাসরি ডিজিটাল দর্শকদের কাছে পৌঁছানোর নতুন পথ দেখাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!