
বেবি বাম্প প্রকাশ করে ফের মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। অবশ্য বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন চলছিলো দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন সোনম । অবশেষে নিজেই সে সুখবর দিলেন অভিনেত্রী। সোনমের স্বামী আনন্দ আহুজা বিষয়টিকে ‘ঝামেলা’ বলে মন্তব্য করায় এ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সামান্য মশকরা থেকেই এমন মন্তব্য করেছেন আনন্দ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবর দিয়েছেন সোনম। সেখানে মন্তব্যের ঘরে আনন্দ লিখেছেন, ডবল ট্রাবল। যার অর্থ দাঁড়ায় দ্বিগুণ ঝামেলা।
এদিকে অনেকেই বলছেন, সোনমের এই ছবি যেন প্রিন্সেস ডায়নার কথা মনে করিয়ে দিচ্ছে। তার চোখে মুখের আভা দেখে খুশি নেটিজেনরা। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।
প্রসঙ্গত সোনম-আনন্দের জীবনে আসে প্রথম সন্তান বায়ু। ২০২২ সালের সন্তানের জন্ম হয়। আপাতত তাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তার প্রমাণ মিলেছে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছেলেকে সময় দিতে শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক দূরে তিনি। আরও কয়েক বছরের জন্য হয়তো বি-টাউনের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বহাল থাকবে।
মন্তব্য করুন