রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

২০২৬-এ আসছে ‘জুম্যানজি ৩’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
জুম্যানজি ৩
জুম্যানজি ৩

সোনি ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত ছবি ‘জুম্যানজি ৩’ এর শ্যুটিং শুরু হয়েছে। আর এর মধ্যেই সেটের প্রথম ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন তারকারা। পরিচালক জেক কাসডানের এই নতুন কিস্তিতেও ফিরছেন মূল চার তারকা ডুয়াইন জনসন, কেভিন হার্ট, কারেন গিলান এবং জ্যাক ব্ল্যাক।

সম্প্রতি, ছবির প্রোডাকশন টিম এবং অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে চারজন তারকাকে তাদের অ্যাডভেঞ্চারারের পোশাকে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় ‘দেখুন, কে ছাড়া পেয়েছে’।

অভিনেতা কেভিন হার্ট ছবিটি শেয়ার করে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আবার অ্যাকশনে ফিরেছি এবং এটা দারুণ উপভোগ করছি। জুম্যানজি, তোমাকে মিস করেছি... এই কিস্তিটি আমাদের সবচেয়ে বড় হতে চলেছে!’

তবে এই সিক্যুয়েলের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ছবির অন্যতম প্রধান তারকা ডুয়াইন জনসন। ‘জুম্যানজি’ ফ্র্যাঞ্চাইজির পথিকৃৎ, প্রয়াত কিংবদন্তি অভিনেতা রবিন উইলিয়ামসকে জনসন এই ছবির মাধ্যমে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন।

জনসন জানান, তিনি তার চরিত্রের পোশাকে একটি বিশেষ ইস্টার এগ যুক্ত করেছেন-যা হলো ১৯৯৫ সালের মূল ছবি থেকে নেওয়া একটি পাশার লকেট। তিনি এটিকে ‘শ্রদ্ধা জানানোর একটি উপায়’ এবং ‘রবিন এবং তিনি যে পুরো ফ্র্যাঞ্চাইজিটি শুরু করেছিলেন, তাকে সম্মান জানানোর একটি পথ’ বলে উল্লেখ করেন।

এই ছবিতে আগের অভিনেতা নিক জোনাস, আলেক ওয়াল্ফ, মরগান টার্নার, সের'দারিয়াস ব্লেইন, ম্যাডিসন আইসেম্যান, ল্যামোর্ন মরিস এবং ড্যানি ডেভিটোকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বক্স অফিসে বিপুল সফল এই ফ্র্যাঞ্চাইজির এই কিস্তিটি ২০২৬ সালের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এটিকে সিরিজের চূড়ান্ত পর্ব হিসেবে ধরা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!