রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ৫ দশমিক ৭ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আকস্মিক ভূমিকম্পের তীব্রতায় সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত রাস্তায় নেমে আসেন রাজধানীবাসী। এই কম্পনে আতঙ্কগ্রহস্ত হয়ে পড়েন দেশের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছেন তারা।

হঠাৎ সৃষ্ট এই পরিস্থিতিতে রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসেন। আতঙ্কের মধ্যে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাড়ি থেকে ছুটে বের হতে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ফেসবুকে দেয়া পোস্টে চমক লেখেন, “মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর তিনি উল্লেখ করেন, “ভূমিকম্প ফ্যাক্ট।”

তার এই মন্তব্যে অনেক নেটিজেন সমর্থন জানালেও কেউ কেউ বলেন, মানুষের জীবনের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই জরুরি মুহূর্তে আগে জীবন বাঁচানোই জরুরি। একজন নেটিজেন মন্তব্য করেন, যারা বাসায় নির্ভার হয়ে ওড়না ছাড়া থাকেন, এই ঘটনা তাদের জন্য একটি প্রয়োজনীয় সতর্কবার্তা হতে পারে।

এদিকে শুধু একটি পোস্টেই সীমাবদ্ধ থাকেননি অভিনেত্রী চমক। ভূমিকম্পের পরপরই তিনি একের পর এক সচেতনতামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। যার ফলে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

উল্লেখ্য, ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শোবিজে পা রাখার পর থেকেই দর্শকের নজর কেড়েছেন তিনি। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর তিনি ২০২০ সালে অভিনয় শুরু করেন। এরই মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!