
৭৪তম মিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ। ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ স্থান অর্জান করেছেন এই সুন্দরী।
শুক্রবার সকালে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়েন দেন সাবেক মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ের থেইলভিগ। হীরাখচিত এই মুকুটের মূল্য ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার, বা প্রায় ৬৬ কোটি টাকা।
নতুন ‘মিস ইউনিভার্স’ ফাতিমাকে কত টাকা দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তবে বিজয়ীরা ‘প্রাইজমানি’ হিসেবে সচরাচর ২ লাখ ৫০ হাজার ডলার পান, যা প্রায় তিন কোটি টাকার মতো। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকেও ২ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হয়েছিল। ফাতিমা ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পাবেন, অর্থটি ভ্রমণসহ নানা কাজে ব্যবহার করতে পারবেন। তিনি যে মুকুটটি পেয়েছেন, সেটির মূল্য ৫০ লাখ ডলার (৬১ কোটি টাকার মতো)। নগদ অর্থের বাইরে নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও পাবেন ফাতিমা।
এছাড়া আগামী এক বছর তাঁর খাবার, পোশাক, মেকআপ, ফটোশুট থেকে শুরু করে প্রতিটি সফরের হোটেল–বিমান–পরিবহনসহ সব খরচ বহন করবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। বিশ্ব ভ্রমণের জন্য একটি ব্যক্তিগত জেট বিমান ব্যবহারের সুযোগ পাচ্ছেন ফাতিমা বশ। সরকারি সফর, ফ্যাশন শো, দাতব্য কার্যক্রম বা ব্র্যান্ড শুট সব ক্ষেত্রেই তিনি ভিআইপি প্রটোকলে উড়াল দেবেন এই ব্যক্তিগত উড়োজাহাজে।
সারা বছর মিস ইউনিভার্সকে অংশ নিতে হয় আন্তর্জাতিক ক্যাম্পেইন ও মানবিক কাজে। চাইলে বিভিন্ন গ্লোবাল পার্টি, কনসার্ট বা ইভেন্টেও অংশ নিতে পারেন। প্রতিটি অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জেতেন। এই জয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন ফাতিমা—ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৯০ হাজারের বেশি; আর টিকটকে ৬ লাখ ৯০ হাজার।
মন্তব্য করুন