রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

মিস ইউনিভার্সের সেই আহত প্রতিযোগী এখন আইসিইউতে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। দুর্ঘটনার তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

চিকিৎসকেরা জানাচ্ছেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেয়া হয়। মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে জানায়, গ্যাব্রিয়েলের অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা চালাচ্ছে। এ সময় গ্যাব্রিয়েলের পাশে রয়েছেন তাঁর বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। ফিলিসিয়া বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবুও হাসপাতালের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

সংগঠনটি জ্যামাইকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েলের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানিয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!