
প্রতারণা মামলায় মিস ইউনিভার্স সংগঠনের এক সহ-মালিক, অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের আদালত।
বুধবার (২৬ নভেম্বর) এএফপিকে এ খবর নিশ্চিত করেছেন এক আদালত কর্মকর্তা।
অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে পূর্বে প্রতারণার অভিযোগ আনার পর ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। তবে মঙ্গলবার নির্ধারিত সময়ে ব্যাংককের আদালতে হাজির হননি। আদালত জানিয়েছে, অনুপস্থিতির বিষয়ে তিনি কোনো তথ্য না দেওয়ায় তাকে পলায়নঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। আদালত শুনানির নতুন তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছে।
তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।
আদালতের বিবৃতি অনুসারে, জেকেএন-এ বিনিয়োগ করতে রাজি করার সময় জাকাপংকে জালিয়াতি এবং তথ্য গোপন করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। ফলে বিনিয়োগের কারণে তার ৩ কোটি বাত (প্রায় ৯৩ লাখ মার্কিন ডলার) ক্ষতি হয়। এই আচরণ প্রতারণার শামিল।
স্থানীয় গণমাধ্যম দাবি করেছে—অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং নাকি ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন