রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সমুদ্র পাড়ের প্রাসাদে সুইফটের স্বপ্নের বিয়ে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বিয়ে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তিন দিনের জমকালো আয়োজন হবে তাদের বিয়ের অনুষ্ঠানে। আর পুরো পরিকল্পনার দায়িত্ব নিবেন দুজনের মা - ডোনা কেলস ও আন্দ্রেয়া সুইফট।

গত ২৬ আগস্ট ট্রাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফট বাগদান সারেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পাকাপাকি করতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানটি হবে রোড আইল্যান্ডে টেইলরের ১৭ মিলিয়ন ডলারের সমুদ্রের ধারের বিশাল ম্যানশনে। শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবলেও এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা।

টেইলরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ফুলের সমুদ্রে দাঁড়িয়ে বিয়ে করার। তাই ফুল দিয়ে সাজসজ্জার জন্যই রাখা হয়েছে লাখ লাখ ডলার। জানা গেছে, শুধু বাগান ও বাইরের সাজসজ্জার জন্যই প্রায় ১২ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ফুলের জন্যই রয়েছে ৭ লাখ ৫০ হাজার ডলারের বাজেট।

এদিকে টেইলরের বিয়ের পোশাক নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে, তিনি সারা বার্টনের ডিজাইন করা গিভঞ্চি গাউন বেছে নিতে পারেন। সারা বার্টন কিংবদন্তি কেট মিডলটনের বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন।

এখনো কিছু নিশ্চিত না হলেও সুইফটের বিয়ে নিয়ে পরিকল্পনা ও আয়োজন বলে দিচ্ছে ২০২৬ সালের এই বিয়েটা হবে দশকের সবচেয়ে বড় নজড়কাড়া বিয়ে।

দুই তারকার বিয়ে নিয়ে আগেভাগেই নড়েচড়ে বসেছে তাদের টিম। মূলত, তাদের নিরাপত্তা প্রোটোকলগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী গ্রীষ্মেই তাদের বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করবেন এই জুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!