রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১০ এএম

চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা। জন্মের পর থেকেই অনুরাগীরা জানতে চাচ্ছিলেন, তাদের কন্যার নাম কী রাখা হয়েছে। কিছু অনুরাগীর প্রস্তাব ছিল, সিদ্ধার্থ ও কিয়ারার নাম মিশিয়ে ‘সিয়ারা’ রাখা হোক।

অবশেষে শুক্রবার সকালে কিয়ারার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করে জানানো হয়, তাদের কন্যার নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা।

কিয়ারার লেখা: “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে এসেছে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।” সারায়াহ নামের অর্থ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। তবে হিব্রু ভাষায় ‘সারাহ’ মানে রাজকন্যা, তাই অনুরাগীরা অনুমান করছেন এখান থেকেই নামটি এসেছে। তারা কন্যার মুখ প্রকাশ্যে আনেননি, তবে নতুন রাজকন্যার আগমন ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের শুরু। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের মে মাসে মেট গালায় একসাথে উপস্থিত হয়েছিলেন তারা, এরপর বেশ কিছু সময় ক্যামেরার সামনে দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!