রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

আরিফিন শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম

ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভর নতুন সিনেমার খবর পাওয়া গেল। শোনা যাচ্ছে, তার আসন্ন একটি সিনেমার শুটিং শুরু করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই জনপ্রিয় জুটির একসঙ্গে কাজ করার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

জানা গেছে, এই নতুন সিনেমায় শুভকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন অবতারে। 'আব্বাস' ও 'লোকাল' খ্যাত পরিচালক সাইফ চন্দন সিনেমাটি পরিচালনা করছেন। বর্তমানে এর শুটিং চলছে রাজশাহী ও নাটোর অঞ্চলে। এই সিনেমার মাধ্যমে শুভ ও মিম তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।

এরই মধ্যে সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে, যা দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়েছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল। ছবিটি তার অ্যাকশনধর্মী চরিত্রেরই ইঙ্গিত দিচ্ছে।

যদিও সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি, তবে সূত্র বলছে, শুভ-মিম অভিনীত এই সিনেমার একাধিক নাম প্রাথমিকভাবে রাখা হলেও এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে শুটিং চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!