রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বক্স অফিসের চমক: ‘দ্য তাজ স্টোরি’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
পরেশ রাওয়াল
পরেশ রাওয়াল

একজন শিল্পীর কাছে ব্যক্তিগত সাফল্য এবং সন্তানের সৃজনশীল পথে এগিয়ে যাওয়া-দু’টিই সমান আনন্দের। কিংবদন্তী অভিনেতা পরেশ রাওয়াল বর্তমানে ঠিক সেই মুহূর্তটি পার করছেন। একদিকে তাঁর অভিনীত ছবি ‘দ্য তাজ স্টোরি’ অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য পেয়েছে, অন্যদিকে ছেলে আদিত্য রাওয়ালের পরিচালিত নাটক দেখে তিনি মুগ্ধ।

এই অপ্রত্যাশিত সাফল্যের মাঝেই ‘দ্য তাজ স্টোরি’ ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা ‘প্রোপাগান্ডা’র তকমা পাওয়ায় অভিনেতা এবার সরাসরি এই সমালোচনার জবাব দিয়েছেন।

ছবিটিকে নিয়ে ওঠা ‘প্রচারমূলক’ অভিযোগটিকে তীব্রভাবে খন্ডন করেছেন পরেশ রাওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কাজ কেবল উত্তেজনা সৃষ্টি বা সস্তা সংবেদনশীলতার জন্য নয়।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন এই চিত্রনাট্যটি আমার কাছে আসে, আমি এর গবেষণা দেখে হতবাক হয়ে যাই। এটি খুবই সতর্কতার সঙ্গে তৈরি করা হয়েছিল এবং লেখক আমাকে সমস্ত প্রাথমিক উৎস সরবরাহ করেছিলেন।”

অভিনেতার কথায়, তিনি সব সময় কাজের সত্যতা ও নিখুঁত গবেষণার ওপর জোর দেন-যা বক্স অফিসেও প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, ছবিটি ৯০ লক্ষ টাকা দিয়ে শুরু করলেও, এর আয় এখন ২০ কোটি ছাড়িয়ে যাওয়ার পথে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!