রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান মুফতি আবদুল কাভি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:২৭ এএম

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন এবং দাবি করেন, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলেই অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন- অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা’। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’

মুফতি আবদুল কাভি, যিনি মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন, এর আগেও রাখি সাওয়ান্তের বিষয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছিলেন যে, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করেছেন, যার পরে তিনি তার নাম ফাতিমা রেখেছিলেন।

এই ধরনের মন্তব্যে নেটপাড়া তোলপাড় হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মৌলভি মুফতি আবদুল কাভির এমন ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার কতটা যুক্তিযুক্ত? একইসাথে, এই মন্তব্যের পর ঐশ্বরিয়া রাই বা অভিষেক বচ্চন এর প্রতি তাদের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!