মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

থ্যাঙ্কসগিভিং-এ রেকর্ড গড়ল ‘জুটোপিয়া ২’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ এএম
জুটোপিয়া ২
জুটোপিয়া ২

থ্যাঙ্কসগিভিং এর দীর্ঘ ছুটিতে বিশ্বব্যাপী বক্স অফিসে বড়সড় সাফল্য দেখাল ডিজনি। তাদের অ্যানিমেটেড সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’ বহুল প্রতীক্ষিত দর্শকদের ভিড় টানতে সক্ষম হয়েছে।

ডিজনির অ্যানিমেটেড হিট ‘জুটোপিয়া ২’ মুক্তির প্রথম পাঁচ দিনে হলিউড বক্স অফিসে ১৫৬ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। এটি ঐতিহ্যবাহী সপ্তাহান্তেই ৯৬.৮ মিলিয়ন ডলার উপার্জন করেছে। এর মাধ্যমে এটি সর্বকালের দ্বিতীয়-সেরা থ্যাঙ্কসগিভিং ওপেনিংয়ের রেকর্ড গড়েছে, যা ২০২৪ সালের আরেক ডিজনি সিক্যুয়েল ‘মোয়ানা ২’ (২২৫ মিলিয়ন ডলার) এর ঠিক পিছনে।

ছবিটি বিশ্বজুড়ে মোট ৫৬৬ মিলিয়ন ডলার আয় করেছে, যার মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৪০০ মিলিয়ন ডলার। বিশেষ করে চীনে, ছবিটি রেকর্ড-ব্রেকিং ২৭২ মিলিয়ন ডলার আয় করেছে, যা একটি ঐতিহাসিক সাফল্য।

ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান বলেন, ‘জুটোপিয়া ২’ এর অবিশ্বাস্য সাড়া এর বিশ্বব্যাপী আবেদন এবং আমাদের চলচ্চিত্র নির্মাতাদের চমৎকার কাজের প্রতিফলন।

কমস্কোরের মার্কেটপ্লেস ট্রেন্ডস-এর প্রধান পল ডেরগারাবেডিয়ান বলেন, “থ্যাঙ্কসগিভিং হলো বছরের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র দেখার সময়। এই ফলাফল শিল্প জগতের জন্য একটি স্বাগত বার্তা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলা একাডেমিতে বিজয়ের যাত্রাপালা প্রদর্শনী শুরু
শিল্পকলা একাডেমিতে বিজয়ের যাত্রাপালা প্রদর্শনী শুরু
‘দেলুপি’র অর্থ যাবে কড়াইলে
‘দেলুপি’র অর্থ যাবে কড়াইলে
বাবা হলেন শিল্পী ইমরান
বাবা হলেন শিল্পী ইমরান
অমিতাভ বচ্চনকে নিয়ে ‘নিঃশব্দ’ বানানো ভুল ছিল!
অমিতাভ বচ্চনকে নিয়ে ‘নিঃশব্দ’ বানানো ভুল ছিল!