
ফিল্ম অ্যাওয়ার্ডস সিজনের শুরুতেই চমক নিয়ে এলো ৩৫তম বার্ষিক গথাম অ্যাওয়ার্ডস। পল থমাস অ্যান্ডারসনের অ্যাকশন ঘরানার এপিক ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ পুরস্কার ‘সেরা ফিচার ফিল্ম’ জিতে নিয়েছে। যদিও ছবিটি রেকর্ডসংখ্যক ছয়টি মনোনয়ন পেয়েছিল, এটিই ছিল তাদের একমাত্র জয়।
তবে এই আয়োজনের সবচেয়ে বড় বিজয়ী ছিলেন ইরানের পরিচালক জাফার পানাহি। তাঁর ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর জন্য তিনি তিনটি পুরস্কার জিতে হ্যাট্রিক করেন যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার, মৌলিক চিত্রনাট্য এবং সেরা পরিচালক।
গথাম ফিল্ম অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত হয়। অতীতে গথামের সেরা ফিচার বিজয়ী ছবিগুলির মধ্যে ‘স্পটলাইট’ (২০১৫), ‘মুনলাইট’ (২০১৬) এবং ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ (২০২২) এর মতো ছবি রয়েছে, যা পরে অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতেছিল।
অভিনয়ের তিনটি পুরস্কারই বিজয়ী অভিনেতারা অনুপস্থিত থাকায়, তাদের হাতে পৌঁছানো যায়নি। সোপে দিরিসু ‘মাই ফাদার'স শ্যাডো’ ছবির জন্য সেরা লিড পারফরম্যান্স, উনমি মোসাকু ‘সিনার্স’ ছবির জন্য পার্শ্ব চরিত্রে সেরা পারফরম্যান্স, এবং আবু সাংগারে ‘সুলেমানের গল্প’ ছবির জন্য ব্রেকথ্রু পারফরম্যান্স জিতে নেন।
প্রতিযোগিতামূলক পুরস্কার ছাড়াও, অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিনেতা ও নির্মাতাকে সম্মাননা জানানো হয়। এদের মধ্যে ছিলেন নেটফ্লিক্সের ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ছবির পরিচালক গিয়েরমো দেল তোরো। এছাড়াও, অ্যাডাম স্যান্ডলার তাঁর ‘জে কেলি’ ছবির সহ-লেখক এমিলি মর্টিমারকে সঙ্গে নিয়ে পরিচালক নোয়া বাউমবাখকে সম্মাননা জানান।
মন্তব্য করুন