
কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাবের ভিতর হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার পরিচিত অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। ঘটনার সময় তার সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। আকস্মিক এই ঘটনায় মা-ছেলে দুজনই আতঙ্কিত হয়ে পড়েন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে সুদীপা জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে তিনি দোকান থেকে নিউটাউনে ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব ডাকেন। বন্ডেল রোড থেকে রওনা হওয়ার পর মাঝপথে মাত্র পাঁচ মিনিটের জন্য একটি মিষ্টির দোকানে থামার অনুরোধ করেন তিনি। এতেই অসন্তোষ প্রকাশ করেন ক্যাব চালক।
অভিনেত্রীর বক্তব্য, ক্ষণিকের বিরতির জন্য তাকে ‘অতিরিক্ত স্টপ’ যোগ করতে বলেন চালক। প্রথমে রাজি হলেও পরে তিনি মনে করেন এক্ষেত্রে অতিরিক্ত স্টপ নেয়ার প্রয়োজন নেই। তখনই পরিস্থিতি খারাপের দিকে যায়।
সুদীপা জানান, তিনি চালককে বন্ডেল রোড থেকে বালিগঞ্জ ফাঁড়ির পথ হয়ে মা উড়ালপুল ধরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক তার কথা না শুনে গাড়িকে অন্যদিকে ঘুরিয়ে দেন। আপত্তি জানাতেই গালিগালাজ শুরু করে ওই চালক।
অভিনেত্রীর অভিযোগ, এক পর্যায়ে চালক তাকে আঘাত করতে উদ্যত হন। আত্মরক্ষায় তিনিও পাল্টা ধাক্কা ও চড়-ঘুষি মারেন। পুরো ঘটনায় সুদীপার ছোট ছেলে ভীষণ ভয় পেয়ে কান্না শুরু করে এবং এখনও স্বাভাবিক হতে পারেনি বলে জানান তিনি। অভিনেত্রী ভিডিও বার্তায় জানান, ঘটনার পর তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন।
মন্তব্য করুন