রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নতুন ছবিতে চিরঞ্জীবী-ভেঙ্কটেশের অন্যরকম নাচ !

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
চিরঞ্জীবী ও ভেঙ্কটেশ
চিরঞ্জীবী ও ভেঙ্কটেশ

তেলেগু সিনেমার দুই কিংবদন্তি চিরঞ্জীবী ও ভেঙ্কটেশ এক রঙিন, উৎসবমুখর গানে একসঙ্গে পারফর্ম করছেন আর এ নিয়ে উত্তেজনায় ভাসছে তাদের ভক্তমহল।

মেগাস্টার চিরঞ্জীবীর বহু প্রতীক্ষিত ভরপুর বিনোদনমূলক পারিবারিক ছবি ‘মানা শঙ্করা ভারা প্রসাদ গারু’, যার পরিচালক অনিল রবিপুড়ি, প্রথম গান ‘মীসালা পিল্লা’-র অভাবনীয় সাফল্যের পর থেকেই জোর আলোচনার কেন্দ্রে। আর এবার ছবিতে চিরঞ্জীবী এবং ‘ভিক্টরি’ ভেঙ্কটেশের যুগলবন্দী দৃশ্য আসায় ভক্তদের আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেছে।

বর্তমানে হায়দ্রাবাদের এক বিশাল ও জমকালো সেটে একটি বড় নাচের দৃশ্যের শ্যুটিং চলছে। এই প্রথমবার চিরঞ্জীবী এবং ভেঙ্কটেশ এমন এক প্রাণবন্ত, উৎসব-কেন্দ্রিক ট্র্যাকে একসঙ্গে পারফর্ম করছেন। ভীমস সেসিরোলিও গানটির উচ্চ-শক্তিসম্পন্ন সুর তৈরি করেছেন এবং কোরিওগ্রাফার বিজয় পোলাকি-যিনি এর আগে হিট গান ‘মীসালা পিল্লা’-তে কাজ করেছিলেন তিনিই এই সিকোয়েন্সের কোরিওগ্রাফি করছেন। ৫০০ জনেরও বেশি নৃত্যশিল্পীকে নিয়ে সেটটিকে যেন রঙ, ছন্দ আর উৎসবে ভরা এক বিশাল কার্নিভালে রূপ দেওয়া হয়েছে। দুই তারকার অসাধারণ বন্ধুত্ব এবং সেটে উপস্থিত জনতার বাঁধভাঙা উৎসাহে এই গানটি ইতিমধ্যেই টিমের কাছে বিশেষ পছন্দের হয়ে উঠেছে।

এরপরই নির্মাতারা প্রধান নারী অভিনেত্রী নয়নতারা এবং চিরঞ্জীবীকে নিয়ে একটি রোমান্টিক গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে ভিটিভি গণেশকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

সিনেমাটি প্রযোজনা করছেন সাহু গরাপটি ও সুস্মিতা কোনিডেলা, শাইন স্ক্রিনস এবং গোল্ড বক্স এন্টারটেইনমেন্টসের ব্যানারে। শ্রীমতী অর্চনা এটি উপস্থাপন করছেন। ছবিটির কারিগরি দলও বেশ শক্তিশালী, যেখানে সিনেমাটোগ্রাফার সমীর রেড্ডি, সম্পাদক তাম্মিরাজু, প্রোডাকশন ডিজাইনার এ.এস. প্রকাশ এবং সঙ্গীত সুরকার ভীমস সেসিরোলিও-এর মতো নাম রয়েছে। গল্পটি লিখেছেন এস. কৃষ্ণ ও জি. আদি নারায়ণন, এবং এস. কৃষ্ণ নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন।

তারকাখচিত কাস্ট, বিশাল বাজেট, জমজমাট সঙ্গীত এবং উচ্চ-অ্যাকশনের সিকোয়েন্সের কারণে ‘মানা শঙ্করা ভারা প্রসাদ গারু’ সংক্রান্তি ২০২৬-এর অন্যতম প্রধান রিলিজ হতে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!
জাঙ্কুক-উইন্টার ডেটিং গুঞ্জন!