
অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে যাওয়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তিনি বলেন, এটি সম্পূর্ণ ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’, আর এ ভুল তথ্যের কারণে দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।
স্ট্যাটাসে প্রভা বলেন, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি ছিল এবং আমি কেন যেন আপনাদের সাথে এসে আমার এই ব্যাড এক্সপেরিয়েন্সটা শেয়ার করিনি। তা হল, গত রোজার মাসে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করে।
যে কারণে আমার প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে।
প্রভা বলেন, “এই টাইপের কিছু কোম্পানি যখন যোগাযোগ করে, ওরা প্রথমে ক্লিয়ারকাট কথাবার্তা বলে না। অন্তত আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা এমনই। আমাকে বলা হয়েছিল যে একটা গেমিং ওয়েবসাইটের কথা, যার সাথে আমি একদমই পরিচিত ছিলামনা। আমি ফোন গেমস খেলি না, গেম সাইট সম্পর্কে জানিনা। শুনেছি এটা আছে, দ্যাটস ইট। আমার একদমই এটার ব্যাপারে আইডিয়া ছিলনা।
প্রভা ঘটনার কথা উল্লেখ করে বলেন, “একটা গেমিং ওয়েবসাইট, যেখানে মাঝে মাঝে টি-২০ দেখায়। অনেক সেলিব্রেটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয়। আমাকে অনেক ওবিসি (অনলাইন বুটি কল) দেখালো। আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছি, এই সাইটটাতে ওরা কিসের কাজ করবে। তারা বলল আপু, শুধুমাত্র টি-টুয়েন্টি ও বিভিন্ন টাইপের গেম দেখায়। একটাবারের জন্য ওরা আমার সাথে ক্লিয়ার ছিল না।”
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি যেদিন ওদের সাথে কন্ট্রাক্টটা সাইন করব, ডিএইচএস-এ ওদের অফিসে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে। আমাকে বলা হলো একটা ছোট্ট বাইট দিয়ে দেন।
ছোট্ট একটা বাইট, আর ওবিসি; দুইটা কিন্তু দুই জিনিস। তো আমি যেহেতু এগ্রিমেন্টটা সাইন করেছি এবং একটা টোকেন মানিও আমি নিয়েছিলাম, আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে আমি এই সাইটটার সাথে আছি।”
প্রভা বলেন, “আমি তো আর জানতাম না যে এটা যে একটা বেটিং ওয়েবসাইট; যা খুবই খারাপ আর অনৈতিক ব্যাপার। আমি পোস্ট দেয়ার সাথে সাথে মানুষজন জানায়, নেগেটিভ একটা কাজ করছেন।
প্রক্তন এ অভিনেত্রী জানান, “তখন আমি ওদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করলাম। বললাম, আপনারা আমাকে এই জিনিসটা কেন ক্লিয়ার করেননি, যে এটা একটা জুয়ার প্রমোশন? আমাকে বলল ম্যাডাম আপনি বোধয় বেটিং ওয়েবসাইটের মানে জানেন না। আমি তখন ওদেরকে বললাম বেটিং ওয়েবসাইটের মানেই জানি না ডেফিনেটলি। এই ব্যাপারে আমি খুবই অশিক্ষিত।
প্রভা জানান, তিনি বারবার জিজ্ঞেস করেছিলেন এটা কী ধরণের গেম।
তিনি বলেন, “এরকমও হয়েছে যে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি ভাই কোন জুয়াটুয়া না তো? কারণ ওরা আমাকে একটা নমুনা দেখিয়েছিল, যেটার জন্য শুটিং কস্টিউম দেখানো হয়। ওই সময় দুই একটা আমাকে এরকম কয়েকটা ওবিসি দেখাচ্ছে, বাইরের তো আমি যখন বলছিলাম এগুলো তো সব জুয়ার প্রমোশন।”
প্রভা বলেন, “তখন ওরা বলছে ওইটা তো বাইরের দেশেরটা। আমাদেরটা গেমের। তো আমাকে কোন একটা বুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করা হয়েছিল।
থ্যাঙ্ক টু ইউ গাইস থ্যাংকস টু ইউ গাইস যে আপনারা আমাকে ওখানে লিখছিলেন যে শেষমেষ এইটার প্রমোশন করছেন। তো তখন গিয়ে আমার যখন টনক নড়লো এবং সাথে সাথেই আমি ওদের সাথে যোগাযোগ করলাম।”
ওরা আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল। বাট অলরেডি আমি এজ এ ব্র্যান্ড যখন অলরেডি বলে ফেলেছি, এটা তো অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে।”
ভিডিওতে তিনি বলেন, “আমি আইটি সিকিউরিটির সাথেও যোগাযোগ করেছি। এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়তে যাচ্ছিলাম এবং যেই লোকটা কাজ এনেছিল সেই লোকটা ছিল একটা ক্যামেরা ম্যান।”
প্রভা বলেন, “আমি ওদের প্রমোশন করিনি আমি শুধুমাত্র ছোট্ট একটা বাইট দিয়েছি। আমি আসছি এবং আমি খেয়াল করেছি যে দেখবেন যে আমার লিপসিঙ্কটা মিলে না। অন্য আরেকটা কোম্পানির নাম বলে, অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে।”
স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন, “সো প্লিজ এই যে আমি এই ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো সঠিকভাবে আমি করিনি। আমি এরকম কাজটা কখনো করবো না। আমি এই টাইপের কোন জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রমোশন কখনো করিনি এবং ভবিষ্যতেও করবো না। ইনফরমেশনটা সুন্দরভাবে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।”
মন্তব্য করুন