
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ময়ূরীর জন্মদিনে তার মেয়ে মাইমুনা খানম সায়বার লেখা একটি আবেগঘন স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ছিল মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরীর জন্মদিন।
একসময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই ছেলে-মেয়েদের পড়াশোনা ও সংসার নিয়ে দিন কাটছে তার।
দিনটি উপলক্ষে অনেকে তাকে শুভেচ্ছা জানালেও সবচেয়ে নজর কাড়ে মেয়ে সায়বার আবেগঘন স্ট্যাটাস। সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশংসা পায় নায়িকার ভক্ত-অনুরাগীদের কাছ থেকে।
সামাজিকমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইমুনা খানম লিখেছেন, “আজ তোমার বিশেষ দিন। আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও; তুমি সেই মানুষ, যে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছ।”
সায়রা বলেন, “তুমি আমাকে শিখিয়েছ— কীভাবে শক্ত থাকতে হয়, কীভাবে সদয় হতে হয়, আর জীবন কঠিন হলেও কীভাবে এগিয়ে যেতে হয়।”
তিনি আরও লিখেন, “আমি সবসময় প্রকাশ করতে পারি না, কিন্তু তুমি যা কর তার জন্য আমি কৃতজ্ঞ। ছোট ছোট ত্যাগ, যত্ন ও ক্লান্ত থাকা সত্ত্বেও নিঃস্বার্থ ভালোবাসা… তুমি আমাকে গড়ে তুলেছ, আর প্রতিদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকি।”
মেয়ে মায়ের জন্য শুভ কামনা নিয়ে লিখেন, “আমি আশা করি, তোমার এই জন্মদিন তোমার কাছে সেই সুখ নিয়ে আসবে, যা তুমি সবার মাঝে ছড়িয়ে দাও। আজ এবং সর্বদা তুমি সেরাটার যোগ্য। আমার আম্মু হওয়ায় ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।”
মেয়ের এই আবেগময় বার্তাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়।
মন্তব্য করুন