শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

অনিশ্চয়তায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি মন্ত্রিসভার ভোটাভুটির সময় পেছানোর কারণে এখনো অনিশ্চিত হয়ে আছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। তবে খুব শিগগিরই চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় ভোটাভুটি হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। যদিও এ চুক্তিকে ঘিরে ভাঙনের শঙ্কায় পড়েছে নেতানিয়াহুর সরকার। এরমধ্যেও গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন। গত একদিনে প্রাণ হারিয়েছে ৮৭ ফিলিস্তিনি। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার ভোটাভুটির কথা থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না মন্ত্রিসভা। অবশেষে শুক্রবার নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির অনুমোদন দিয়েছে ইসরাইল। এখন শিগগিরই চুক্তি নিয়ে মন্ত্রিসভায় ভোটাভুটি হবে। এদিকে, নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম বড় দল রিলিজিয়াস জায়নিজম পার্টি হুমকি দিয়েছে, যদি যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে তারা সরকার থেকে পদত্যাগ করবে। যা নেতানিয়াহুকে বেকায়দায় ফেলে দিয়েছে। কারণ তারা জোট ছাড়লে সরকার ভেঙে যেতে পারে।তবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া নিয়ে আশা ছাড়ছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে চুক্তিটি সঠিক পথে আছে এবং শিগগিরই কার্যকর হবে। চুক্তির অমীমাংসিত বিষয়গুলোর সমাধান খুব দ্রুতই করা দরকার বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এছাড়া, যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলেছেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। তবে এরমধ্যেও গাজায় এখনো ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বাড়ছে হতাহতের সংখ্যাও। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রতিদিন অন্তত ১৫ জন শিশু যুদ্ধে আহত হচ্ছে, যা তাদের অঙ্গহানিসহ অক্ষম বানিয়ে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের !
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের !
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং
মেয়র হওয়ার পর প্রথম ক্যারিবিয়ান সফরে মামদানি
মেয়র হওয়ার পর প্রথম ক্যারিবিয়ান সফরে মামদানি