
মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।
চলতি মাসের শুরুতে মেক্সিকোতে প্রকাশ্যে এক মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ক্ষোভের ধারাবাহিকতায় এবার দেশজুড়ে একসঙ্গে বিক্ষোভ করছে জেন-জি তরুণরা।
শনিবার উত্তর আমেরিকার দেশটির অনেক শহরে ‘জেনারেশন জেড’ ব্যানারে হওয়া এই বিক্ষোভে মেক্সিকোজুড়ে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদ জানানো হয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে।
মেক্সিকো জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। দেশটিতে ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি আর আইনের শাসনের অভাবের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়।
২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এখনো উচ্চ জনসমর্থন ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার নিরাপত্তা নীতি নিয়ে সমালোচনা জোরালো হচ্ছে।
মেক্সিকো সিটির নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। আহত হন ২০ জন বিক্ষোভকারীও।
সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগেও একজন অভিযুক্ত রয়েছে।
বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেইনবাউমের সরকার শনিবারের বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলছে, এই বিক্ষোভ আয়োজনে ডান-ঘরানার বিরোধীরাই সিংহভাগ ভূমিকা রেখেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কৃত্রিম অ্যাকাউন্ট একে উসকে দিচ্ছে।
মন্তব্য করুন