
ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টির কারণে দুটি অঞ্চলে হওয়া দুটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৭ নভেম্বর) এই খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে এখনো অনুসন্ধান অভিযান চলছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে।
লোকজন তিন থেকে আট মিটার (১০ থেকে ২৫ ফুট) মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সোমবার কম্পাস টিভি চ্যানেলে প্রদর্শিত ভিডিও ফুটেজে দেখা যায়, চিলাচাপে স্তূপ হয়ে থাকা মাটি ও আবর্জনা সরাতে এস্কাভেটর মোতায়েন করা হয়েছে।
উদ্ধারকারী সংস্থার স্থানীয় বিভাগ ও উদ্ধার অভিযানের প্রধান জানিয়েছেন, চিলাচাপের ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে আর সাতজন নিখোঁজ রয়েছেন।
এদিকে সোমবার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে গত শনিবার ভূমিধসের পর পৃথকভাবে দুইজন মারা গেছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।
১৭ হাজারের মতো ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষ হয় পাহাড়ি এলাকা নয়তো বন্যাপ্রবণ উর্বর সমতলে বসবাস করে। দেশটির আবহাওয়া সংস্থা কয়েকদিন আগেই পরবর্তী সপ্তাহগুলোতে বেশ কিছু অঞ্চলে তুমুল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
দক্ষিণ গোলার্ধের দেশ ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বর থেকে বর্ষাকাল শুরু হয়ে পরের বছরের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় অতিপ্রবল বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি বিরাজ করে।
মন্তব্য করুন