রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে ওয়াশিংটনকে জানিয়েছে সৌদি আরব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে এ আশ্বাস দিয়েছে। তার দাবি, সৌদি বলেছে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে হবে।

এ কর্মকর্তা বলেন, “তারা (সৌদি) আমাদের বলেছে তারা ফিলিস্তিনিকে ফেলে চলে যাবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হতে পারে বলে জানিয়েছে তারা।”

মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন এ বৈঠকে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ দেবে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, সৌদির প্রতিশ্রুতির ওপর তাদের আস্থা রয়েছে। তিনি মনে করেন, আব্রাহাম চুক্তির (২০২০) মতো সৌদি হঠাৎ অবস্থান পরিবর্তন করবে না।

গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন অথরিটি বা আরব লীগ—কেউই হামাস বাহিনীর নিয়ন্ত্রণ মেনে নেবে না। কিন্তু হামাসকে অস্ত্র জমা দিতে বলা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক
সার্কাসে বিক্রির প্রস্তাব পাওয়া সেই / ৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক