রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ- আইডিএফ দু'পক্ষই নিশ্চিত করেছে বিষয়টি।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আলজাজিরা'। মঙ্গলবার (১৮ নভেম্বর) হয় এই হামলা। এর একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। ক্যাম্পের মসজিদের পাশে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা। তেলআবিবের দাবি, স্থানটিতে অবস্থান করছিলেন হামাস সদস্যরা। অবশ্য এমন দাবি অস্বীকার করেছে মুক্তিকামী গোষ্ঠীটি। ক্যাম্পটি লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র। যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিনিয়তই তা লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এরপরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ২৭০ জন নিহত ও ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের বাহিনী দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও তা হয়নি। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন চুক্তি পালনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এখনো সমঝোতার শর্ত মানছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক
সার্কাসে বিক্রির প্রস্তাব পাওয়া সেই / ৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক