
আবারও ব্রিটিশ জলসীমার একদম কাছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ। যা থেকে ব্রিটিশ পাইলটদের ওপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে 'দ্য গার্ডিয়ান'।
এতে বলা হয়, নৌযানটির নাম ইয়ানতার। গত কয়েকদিন ধরেই উত্তর স্কটল্যান্ডে যুক্তরাজ্যের জলসীমার কাছাকাছি অবস্থান করছে এটি।
অভিযোগ উঠেছে, রয়্যাল এয়ার ফোর্সের পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করা হয়েছে নৌযানটি থেকে। অভিযুক্ত জাহাজটির ছবিও প্রকাশ করেছে যুক্তরাজ্য।
অপরদিকে, জলসীমায় প্রবেশ করলে সামরিকভাবে জাহাজটিকে প্রতিহতের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। দেয়া হয়েছে দিক পরিবর্তনের নির্দেশ।
এর আগে, গত জানুয়ারি মাসেও জাহাজটি যুক্তরাজ্যের জলসীমার কাছে দেখা যায়। তথ্য সংগ্রহ ও নজরদারি ছাড়াও সমুদ্রের তলদেশে অবস্থিত সাবমেরিন ক্যাবলের ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয় ইয়ানতার নামের জাহাজটি।
মন্তব্য করুন