
দুবাইয়ে এয়ারশোতে প্রদর্শনী চলাকালীন ভারতের যুদ্ধবিমান ‘তেজস’ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় যুদ্ধবিমানের পাইলট।
স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
এদিন আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শনীতে ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে প্রদর্শন দেখাচ্ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।
বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট বের হয়ে যেতে পেরেছিলেন কি না সেটি এখনো নিশ্চিত নয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানবাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য জানাবে।
এক দর্শকের ক্যামেরায় বিমান বিধ্বস্তের পুরো ঘটনা ধরা পড়েছে। দেখা যাচ্ছে, বিমানটি প্রচণ্ড বেগে এগিয়ে আসছে। হঠাৎ করে এটি মাটির দিকে নেমে যেতে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এটি আছড়ে পড়ে। তখন পুরো বিমানটিতে আগুন ধরে যায়।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল(হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড)-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুটি ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম।
এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটাই ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। সেই ক্ষেত্রে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
মন্তব্য করুন