
দীর্ঘ পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ২০২০ সালের গালওয়ানে উভয় দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দিল্লি এই ভিসা সেবা স্থগিত করেছিল।
তবে সাম্প্রতিক মাসগুলোতে সরাসরি ফ্লাইট চালুসহ দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতা ফেরাতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও বেইজিং।
সংবাদমাধ্যমটি বলছে, এ বছর দু’দেশের বেশ কিছু পদক্ষেপের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি চুক্তি করেছিল ভারত ও চীন। ওই চুক্তির মাধ্যমে দুই দেশ আবারও সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়।
এদিকে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়ে অবগত ভারতীয় কর্মকর্তারা জানান, এ বছরের জুলাইয়ে জারি করা নির্দেশনার ভিত্তিতেই চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ঠিক এক মাস আগে, পাঁচ বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানস সরোবর যাত্রাও পুনরায় চালু হয়।
এর আগে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে গত ১ এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরস্পরকে শুভেচ্ছা বার্তা পাঠান।
এনডিটিভি বলছে, চলতি বছর ভারত ও চীনের মধ্যকার কূটনীতি আরও সক্রিয় হয়ে ওঠে। গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফর করেন। সেসময় তিনি জানান, দুই দেশের সম্পর্ক ‘ধীরে ধীরে ইতিবাচক পথে এগোচ্ছে’ এবং ‘পারস্পরিক কৌশলগত আস্থার মৌলিক ভিত্তি’ আবার তৈরি হচ্ছে।
এরপর আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রশমন ও সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।
এসব পদক্ষেপের পথ ধরেই গত ৩১ আগস্ট চীন সফরে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত বছর পর তার প্রথম চীন সফর উপলক্ষে তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে মোদি ও শি জিনপিং একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে দেখার’ অঙ্গীকার ব্যক্ত করেন।
এরপর ১০ নভেম্বর নয়াদিল্লি-সাংহাই সরাসরি বাণিজ্যিক ফ্লাইট আবার চালু হয় এবং সাংহাইয়ে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর সেখানে যাত্রীদের স্বাগত জানান।
মন্তব্য করুন