রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৯৪, নিখোঁজ শতাধিক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন এবং এটিকে গত প্রায় ৮০ বছরের মধ্যে চীনা স্বায়ত্তশাসিত এই অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

জানা গেছে, সব মিলিয়ে কমপ্লেক্সটির আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। বাঁশের মাচা থাকায় প্রায় ভবনগুলোকে গ্রাস করে আগুন। যা ঘণ্টার পর ঘণ্টা জ্বলেছে। এগুলোর ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়ায়। যা পরিস্থিতি খারাপ করে দেয়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন। যার মধ্যে ১১ ফায়ার কর্মীও আছেন। এর মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন।

পুলিশ জানায়, জানালায় দাহ্য ফোম বোর্ডসহ ভবনগুলোয় অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, আগুন এখন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বাইরে আপনজনকে খুঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন অনেকে।

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক
সার্কাসে বিক্রির প্রস্তাব পাওয়া সেই / ৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক