রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে আফগান নাগরিক গ্রেফতার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বোমা তৈরি করে আত্মঘাতী হামলার হুমকি দেয়ার অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনার জেরে আফগান অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণার মধ্যেই নতুন করে এই গ্রেফতারের ঘটনা ঘটলো।

স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ফোর্ট ওর্থের বাসিন্দা ৩০ বছর বয়সি মোহাম্মদ দাউদ আলোকোজাই গত ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, এক্স এবং ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে তিনি তালেবানের প্রশংসা করেন এবং মার্কিন নাগরিকদের ওপর আত্মঘাতী হামলার হুমকি দেন।

এফবিআই ডালাসের বিশেষ এজেন্ট ইনচার্জ জোসেফ রথরক বলেন, ‘জনসাধারণের কাছ থেকে অনলাইন হুমকির ভিডিও সম্পর্কে তথ্য পাওয়ার পর জয়েন্ট টেরোরিজম টাস্কফোর্স এই ব্যক্তিকে গ্রেফতার করেছে।অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, আলোকোজাই বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মার্কিন নাগরিকদের হত্যা করার উদ্দেশ্যেই এখানে এসেছে।

অভিযোগ প্রমাণিত হলে আলোকোজাই সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন সদস্যের মৃত্যু হয়।

গুলির ঘটনায় ২৯ বছর বয়সি আফগান নাগরিক রাহমানউল্লাহ লাকানওয়ালকে প্রথম-ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।এদিকে দুইজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করার জেরে যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, ‘যতক্ষণ না আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই করা যায়, ততক্ষণ পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক
সার্কাসে বিক্রির প্রস্তাব পাওয়া সেই / ৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক