
সুদানের দক্ষিণের করদোফান অঞ্চলের একটি কিন্ডারগার্ডেন স্কুলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৩ শিশুসহ অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছে। দেশটির সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির কালোগি শহরের কিন্ডারগার্ডেন স্কুলটিতে বৃহস্পতিবার পরপর দু'দফা চালানো হয় ড্রোন হামলা। এসময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও।
হামলার ঘটনায় সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস কে দায়ী করেছে দেশটির চিকিৎসা সংস্থা- সুদান'স ডক্টরস নেটওয়ার্ক। এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধাসামরিক দু'বাহিনীর কেউই।
মন্তব্য করুন