
এখন বেশির ভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। তেল, মশলা বাদ দিয়ে সুস্বাদু খাবারের প্রতি মানুষের আগ্রহ বেশি। ঠিক তেমনই একটা মজাদার রেসিপি হলো এই স্যালাদ। সেদ্ধ মুরগি, আলু, গাজর, মটরশুঁটি ও ভুট্টার সাথে ক্রিমি মায়োনিজ, লেবুর রস ও মাস্টার্ড সস মিলে দেয় একদম ব্যালেন্সড স্বাদ।
আসুন পুরো রেসিপি জেনে নেই
উপকরণ:
সেদ্ধ হাড়ছাড়া মুরগির মাংস - আদা-রসুন বাটা, লবণ ও গোলমরিচ দিয়ে মেরিন করা
সেদ্ধ আলু - ১ কাপ (কিউব করে কাটা)
সেদ্ধ গাজর - ½ কাপ (কিউব করে কাটা)
আধা-সেদ্ধ মটরশুঁটি - ½ কাপ
আধা-সেদ্ধ ভুট্টা - ½ কাপ
ক্যাপসিকাম কুচি - ¼ কাপ
পেঁয়াজপাতা কুচি - ২ টেবিল চামচ
মায়োনিজ - প্রয়োজনমতো
মাস্টার্ড সস - প্রয়োজনমতো
লেবুর রস - প্রয়োজনমতো
লবণ ও গোলমরিচ গুঁড়া - স্বাদ অনুযায়ী
সেদ্ধ ডাবলি, আপেল ও আনারস - সাজানোর জন্য
সেদ্ধ ডিম - ১-২ টি (কাটা)
প্রস্তুত প্রণালী:
- একটি বড় বাটিতে মেরিন করা সেদ্ধ মুরগি, আলু, গাজর, মটরশুঁটি, ভুট্টা, ক্যাপসিকাম ও পেঁয়াজ মিশান
- মায়োনিজ, মাস্টার্ড সস এবং লেবুর রস যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ দিন
- সব উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হলে বাটিকে ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন যাতে স্বাদ মিশে যায়
- পরিবেশনের সময় উপরে সেদ্ধ ডাবলি, কাটা আপেল, আনারস এবং সেদ্ধ ডিম দিয়ে সাজান
- ঠান্ডা বা রুম টেম্পারেচারে সার্ভ করুন
মন্তব্য করুন