রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

রাঙামাটিতে শেষ হল সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

রাঙামাটি জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন ক‌রে প্রেস ইন‌স্টি‌টিউ বাংলা‌দেশ (পিআইবি)।

এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট–চেকিং), মোবাইল জার্নালিজম (মোজো), এআই এর ব‌্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষ‌য়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে ‌পিআইবির মহাপ‌রিচালক ফারুক ওয়া‌সিফের সভাপ‌তি‌ত্বে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মোর্শেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপ‌তি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সে‌ক্রেটারী মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে সহ রাঙামাটিতে কর্মরত সাংবা‌দিকরা অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন।

তারা ব‌লেন, “ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। রাঙামাটির সাংবাদিকরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি।

তারা আরও ব‌লেন, “ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।”

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া দেন অ‌তি‌থিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআরইউ’র সহ-সভাপতি নির্বাচিত হলেন বৈশাখী টিভির মাসুম
ডিআরইউ’র সহ-সভাপতি নির্বাচিত হলেন বৈশাখী টিভির মাসুম
সাংবাদিকদের বিশেষ ছাড়ে ই-বাইক দিচ্ছে ন্যামস মোটরস
সাংবাদিকদের বিশেষ ছাড়ে ই-বাইক দিচ্ছে ন্যামস মোটরস
দ্য নিউজের প্রকাশককে আ. লীগ নেতার ছেলের হুমকি, থানায় জিডি
দ্য নিউজের প্রকাশককে আ. লীগ নেতার ছেলের হুমকি, থানায় জিডি
জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ
জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ