রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ডিআরইউ’র সহ-সভাপতি নির্বাচিত হলেন বৈশাখী টিভির মাসুম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছে বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহ্দী আজাদ মাসুম।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারীবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন। মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।

এর আগে রবিবার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিকদের বিশেষ ছাড়ে ই-বাইক দিচ্ছে ন্যামস মোটরস
সাংবাদিকদের বিশেষ ছাড়ে ই-বাইক দিচ্ছে ন্যামস মোটরস
দ্য নিউজের প্রকাশককে আ. লীগ নেতার ছেলের হুমকি, থানায় জিডি
দ্য নিউজের প্রকাশককে আ. লীগ নেতার ছেলের হুমকি, থানায় জিডি
রাঙামাটিতে শেষ হল সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ’
রাঙামাটিতে শেষ হল সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ’
জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ
জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ