রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নতুন ইউনিফর্ম পেলো পুলিশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম

নতুন পোশাক পেয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মেট্রোপলিটন পুলিশ ইউনিট এবং কয়েকটি বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন লৌহ রঙের পোশাক পরা শুরু করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, 'আজ থেকে ডিএমপি এলাকায় পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন। অনেকে আজ সকালে ইউনিফর্ম পেয়েছেন, বাকিরা পর্যায়ক্রমে পাবেন।' স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে পুলিশ ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ও বাংলাদেশ পুলিশের মুখপাত্র এএইচএম শহাদাত হোসাইন বলেন, 'পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশসহ বিশেষায়িত ইউনিটগুলোও নতুন পোশাক ব্যবহার করবে। ধাপে ধাপে জেলা ও রেঞ্জ পুলিশেও এ পরিবর্তন কার্যকর হবে।'

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশ, র‌্যাব ও আনসারের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

বর্তমানে প্রায় ২ লাখ ১৪ হাজার পুলিশ সদস্য বছরে তিন সেট ইউনিফর্ম পান। বিভিন্ন বাহিনী থেকে কর্মকর্তাসহ প্রায় ১০ হাজার সদস্যবিশিষ্ট র‌্যাবও বছরে তিন সেট পোশাক পায়।

অন্যদিকে প্রায় ৫১ হাজার সাধারণ সদস্য এবং ১৭ হাজার ব্যাটালিয়ন সদস্য নিয়ে গঠিত আনসার বাহিনী বছরে দুই সেট ইউনিফর্ম পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার