রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ধামরাইয়ে থেমে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

রোববার রাত ১০টার দিকে ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনার আগেই বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীতে রাতের বেলা পার্ক করে রাখা ‘ডি-লিংক’ পরিবহনের বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে থানা পুলিশ বলছে, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক পার্কিং করে রাখা বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং গান পাউডারের নমুনা পাওয়া গেছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার