
শেখ হাসিনার শাসনামলে ২০২০ সালে তৎকালীন ডিজিটাল নিরাপত্তা আইনে কারা নির্যাতিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জাতীয়তাবাদী ছাত্রদলের জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। শেখ হাসিনার শাসনামলে আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে একটি কনটেন্ট শেয়ার করার অপরাধে মীরপুরের বাসা থেকে কলাবাগান থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেফতার করে ১৫ মাস কারাবন্দী রাখা হয়।
ওই সময় দেশী-বিদেশী মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলো খাদিজার পক্ষে অবস্থান নেন। এরপর ১৫ মাস কারাবন্দী থাকা অবস্থায় শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরার পর উচ্চ আদালতের নির্দেশে ২০২৩ সালের নভেম্বর মাসে জামিনে মুক্তি লাভ করেন। ওই সময় তার বয়স ছিলো ১৭।
জবি’র ছাত্র সংসদ নির্বাচন তার অংশগ্রহণকে কেন্দ্র করেই তার নাম আলোচিত হচ্ছিল। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আসার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হলো।আসন্ন জবি ছাত্র সংসদ নির্বাচন তিনি ছাত্র দলের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বৈশাখী টেলিভিশন কে জানিয়েছেন। রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে খাদিজা কে যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে তাকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় তাকে সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন