
গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা বার্ণ ইনস্টিটিউটে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা বাজার এলাকার রোমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকানের ভেতরে কাজ চলছিল। হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গেলে দোকানে থাকা দুইজন দগ্ধ হন। তাদের উদ্ধারে আরও দুজন এগিয়ে গেলে তারাও দগ্ধ হন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠান।
মন্তব্য করুন