রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ডিজিটাল সেবায় নতুন যুগে বিএসটিআই

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পণ্যের মান নির্ধারণ ও বাজারে গুণগত মান তদারকির দায়িত্বপ্রাপ্ত দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

বুধবার (১৯ নভেম্বর) বিএসটিআই-এর কনফারেন্স রুমে এ কার্যক্রমের প্রাথমিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নূরুজ্জামান, এনডিসি। বিএসটিআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমটির কারিগরি অংশীদার হিসেবে কাজ করেছে অরেঞ্জবিডি লিমিটেড। সিস্টেমটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অরেঞ্জবিডি লিমিটেডকে ধন্যবাদ জানান মহাপরিচালক।

প্রথম পর্যায়ে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স এবং ই-কমার্স (BDS বিক্রয়) সম্পর্কিত সেবাসমূহ অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই এসব সেবার জন্য আবেদন ও সেবা গ্রহণ করা যাবে।

সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্সের জন্য গ্রাহকরা অনলাইন পেমেন্টের মাধ্যমে eservice.bsti.gov.bd লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের পর যাচাই–বাছাই, পরিদর্শন, স্যাম্পল সংগ্রহ, টেস্ট ফি প্রদান এবং লাইসেন্স প্রদান—সবই এই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

অন্যদিকে, অনলাইন পেমেন্টের মাধ্যমে ec.eservice.bsti.gov.bd লিঙ্কে গিয়ে বিশ্বের যেকোনো জায়গা থেকে গ্রাহকরা BDS কিনতে পারবেন।

উল্লেখ্য, পর্যায়ক্রমে বিএসটিআই-এর মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ল্যাব টেস্ট, ফিজিক্যাল ল্যাব টেস্ট এবং এডমিন উইং–এর সেবাসমূহও এই সফটওয়্যারের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার