রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

১১ ডিসেম্বর জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ করা হলে কমিশনের কোনো আপত্তি নেই। তার ভাষায়, নির্ধারিত সময়ের এক-দুদিন আগে বা পরে হলেও নির্বাচন হতে পারে-অর্থাৎ ওই সপ্তাহের মধ্যেই যেকোনো দিন ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

এদিকে আসন্ন তফসিল ঘোষণার বিষয়ে তিনি জানান, ৭ ডিসেম্বর রোববার কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তফসিলসহ অন্যান্য তারিখ চূড়ান্ত করা হবে। আলোচনার ভিত্তিতে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে। ভোটের দিন সাংগঠনিক ব্যবস্থা নিয়েও পরিবর্তনের ভাবনা রয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে, তাই ভোটকক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার বিষয়টি বিবেচনায় আছে বলে জানান তিনি।

তার বক্তব্য অনুযায়ী- ভোট শুরুর সময় বর্তমান সকাল ৮টা থেকে এগিয়ে সাড়ে ৭টায় আনা হতে পারে। শেষ সময় বিকাল ৪টা থেকে বাড়িয়ে সাড়ে ৪টা করার প্রস্তাবও কমিশনে আলোচনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার