শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ঢাকায় শুষ্ক থাকবে আবহাওয়া

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়ার শুষ্ক ভাব বজায় থাকবে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে শনিবার সকাল ৬টায় ঢাকায় ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে চলেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শীত বাড়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও নদীপাড়ের মানুষ। নাগেশ্বরীর অটো চালক রুবেল হোসেন বলেন, মধ্যরাত থেকে সকাল ৮-৯টা পর্যন্ত প্রচুর কুয়াশা পড়ে। কুয়াশার জন্য কিছু দেখা যায় না। সকালে গাড়ি নিয়ে বের হতে কষ্ট হয়। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে সড়কে। এছাড়া, শীতের জন্য যাত্রীও কমে গেছে।

কৃষক ইনসাব আলী জানান, ঘন কুয়াশা পড়ায় কৃষি কাজ পিছিয়ে যাচ্ছে। এমন কুয়াশায় চারা ধানের বৃদ্ধি কমে যায়।

এছাড়া, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, শীত বাড়ায় সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু- বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি।

এদিকে ঘন কুয়াশা পড়ায় সড়কে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। শীতের তীব্রতা ও ঠাণ্ডার বাড়ায় জেলার বিভিন্ন শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে দিন-রাত গরম কাপড় কেনার ভিড় বেড়েছে ক্রেতাদের। কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট, নছর উদ্দিন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তিন দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শীত নিবারণের জন্য মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে। উচ্চবিত্ত মানুষ জন শপিং মলে ছুটলেও নিম্ন বিত্তবান মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি
১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি
প্রতিশ্রুতি রক্ষায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির
প্রতিশ্রুতি রক্ষায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির
কড়াইল বস্তির মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত / কড়াইল বস্তির মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান