রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
রায়েরবাজার কবরস্থান থেকে

শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু, স্বজনদের ভিড়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

জানা যায়, যে স্থানে শহিদদের দাফন করা হয়েছে সেই জায়গা সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ফরেনসিকের জন্য মরদেহ তোলা হচ্ছে। মরদেহ শনাক্তের জন্য আবেদন করেছেন ১০ জন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এখানে শহিদের সংখ্যা ১১৪ জনের বেশি। জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ তাদের হাতে তুলে দেয়া হবে।’

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ‘মরদেহ উত্তোলনের জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমাদের ক্রাইম সিন ইউনিট মাঝেমধ্যেই সেখানে গেছে।’

এর আগে, গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহিদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের
বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের
কওমি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা
কওমি ডিগ্রিধারীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা