রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহের সময় বাড়ল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন সংগ্রহের সময় আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছে।

পূর্বের ঘোষণার অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন আবেদন গ্রহণের শেষ দিন। তবে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলন বাতিল করে রাতে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে নতুন সময়সীমা ঘোষণা করা হয়। নতুন শিডিউল অনুযায়ী, মনোনয়ন আবেদন আগামী ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে।

দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এই তথ্য জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা নিম্নবর্ণিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

ফর্ম সংগ্রহ ও জমার নিয়ম

অনলাইনে আবেদন করতে চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে দুভাবে:

১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (দ্বিতীয় তলা) থেকে সরাসরি সংগ্রহ।

২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) বা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করে ফর্ম নেওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ