রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

তিন ঘন্টায় ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি ওসমান হাদিকে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি জানান, “গত তিন ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশী নাম্বার থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে।”

তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে ও তার বাড়িতে আগুন দেয়া হবে বলা হয় সেসব কলে। তিনি আরও লেখেন, “আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”

তিনি বলেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।”

হাদি লিখেন, “এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারও আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।

লড়াইয়ের ময়দানে তিনি আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চান জানিয়ে তিনি লিখেন, “আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।”

তিনি বলেন, “আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ