রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম

পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা জামায়াত।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীর অংশগ্রহনে শহরের পুরনো বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বেন হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ উদ্দিন আহাম্মদ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গোটা জাতি অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে আসন্ন সংসদ নির্বাচনে গণভোটসহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। সুতরাং কোনো প্রকার অজুহাত না দেখিয়ে এবং কোনো বিশেষ দলকে খুশি না করে অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা তাদের দাবি আদায়ে আবারো রাজপথে নামতে বাধ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ