রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কার কী প্রতিক্রিয়া

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে এ মামলার রায় ঘোষণার পর সারজিস আলম, মামুনুল হক ও সাদিক কায়েমসহ অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘খুনি হাসিনার ফাঁসি।’ কিছুক্ষণ পরই আরেক পোস্টে তিনি বলেন, ‘ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খু'নি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে এর ক্যাপশনে লিখেন, ‘সাবাশ বাংলাদেশ!’ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেশের মানুষের জন্য একটি আনন্দঘন উপলক্ষ্য তৈরি করেছে। এর মাধ্যমে ইতিহাসের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বিচারবিভাগের । বিগত ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় দেশ প্রেমিক জনতার উপর ইতিহাসের নৃশংস হামলা চালায় শেখ হাসিনা।’ ‘আমরা মনে করি এই বিচারের মধ্যে দিয়ে জুলুম, নির্যাতন অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে কেউ নিস্তার পাওয়া না। দাম্ভিক, স্বৈরাচার হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘নিরীহ মানুষের রক্তে আর কারও হাত রঞ্জিত না হোক। নিহত শাহাদাতপ্রাপ্ত বীর শহিদানের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে যারা আপনজন হারিয়েছেন আজকের ঐতহিাসিকের রায়ের মধ্য দিয়ে তাদের অন্তর কিছুটা প্রশান্তি পাবেন। যারা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন তারা সান্ত্বনা নিয়ে জীবনের অবশিষ্ট সময়টুকু অতিবাহিত করতে পারবে।শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ফ্যাসিব্দমুক্ত স্বৈরাচারমুক্ত সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, এ প্রত্যাশা ব্যক্ত করছি।’

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায়বিচার। মৃত্যুদণ্ডই ছিলো রক্তপিপাসু ও দেশদ্রোহী খু'নী হাসিনার একমাত্র ন্যায্য পাওনা। এই রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।’এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ....’।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেন, ‌‘পৃথিবীর কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচার সারা জীবন মানুষকে নিষ্পেষণ করে বেঁচে থাকতে পারবে না। শুধু বাংলাদেশের জন্য নয়, এটি পুরো পৃথিবীর জন্য একটি নজির স্থাপন হয়েছে।’ ‘কামালকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। রাজসাক্ষী আইজিপি মামুনকে ৫ বছরের জেল দেওয়া হয়েছে। যদিও তিনি আদালতকে সহায়তা করেছিলেন।আদালত বলেছেন, তিনি যেই পরিমাণ অপরাধ করেছিলেন সেই অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু তিনি যেহেতু আদালতকে সহায়তা করেছেন, এজন্য তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শহীদ পরিবাররা বলছিলেন, তাকে অন্তত যাবজ্জীবন দিলে ভালো হতো।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‌‘আজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। এই রায়ের মধ্যদিয়ে আবু সাঈদ, মুগ্ধর আত্মা শান্তি পাবে। আমি এই রায়ে সন্তুষ্ট।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য উদাহরণ, ভবিষ্যতের জন্য শিক্ষা- এটা আমাদের মনে রাখতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ‘তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনের ওপর কোনো কথা নয়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই বিচার যথার্থ হয়েছে। এই বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। ট্রাইব্যুনালের রায় সারা পৃথিবী সরাসরি দেখেছে। তিনি বলেন, ‘এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, যা ছিল সাজানো। ওই সময় আদালত চত্বর থেকে সাক্ষী গুম করা হয়েছে। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, বিদেশ থেকে রায় লিখে দেওয়ার ঘটনা ঘটেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ